Skip to main content

job circular 2021 brac Junior Trainee Officer, Dabi, Microfinance

ধুনটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক




এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হৃদয়-অন্তর ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ শামীম হোসেন খান এর ছেলে আল ওয়াহিদ হাসান খান অন্তর (১৮) নিহত হয়েছেন। গতকাল ধুনট-কাজিপুর বাইপাস সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অস্বাভাবিক রক্তক্ষরণজনিত কারণে আজ রাত ১টায় তার মৃত্যু হয়। নিহত অন্তরের বাড়ি ধুনট শহরের পশ্চিম ভরণশাহী গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ধুনট-কাজিপুর বাইপাস সড়কের হুকুমআলী বাসস্ট্যান্ডের অদূরে বালুর ট্রাককে অভারটেক করতে গিয়ে অপর প্রান্ত থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে অস্বাভাবিক রক্তপাত হতে থাকে। প্রাণপণ চেষ্টা করেও রক্তক্ষরণ বন্ধ করতে পারেনি চিকিৎসকরা । পরে সিদ্ধান্ত হয় এয়ার এম্বুলেন্সে ঢাকায় এনে দ্রুত চিকিৎসা করা হবে কিন্তু তার আগেই রাত ১ টার দিকে মৃত্যুবরণ করে ১৮ বছরের এই তরুণ। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের বাবা শামীম হোসেন খান ধুনট বাজারের একজন বিশিষ্ট মোটরসাইকেল ব্যবসায়ী। তার আপন মামা টি.আই.এম নূরন্নবী তারেক ধুনট শহর আ’লীগের সভাপতি এবং ধুনট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

Comments

  1. Hey darling are you crazy for movies? I brought it for you
    Check out the best movies store
    Visit now : Bestmovies24.net

    ReplyDelete
  2. Are you looking for Bangladesh News Papers . Here are all top lists of Bangla news papers just click and see.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ছাত্রলীগেই ফিরছেন ভিপি নুর!

দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ (সোমবার) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রলীগ ছাড়া সব দল ভোট বর্জন করে। দিনভর নানা উত্তাপের পর ক্যালেন্ডারের পাতায় ১২ (মার্চ) মঙ্গলবার শুরু; রাতের প্রথম প্রহর পৌনে চারটা, সবাই যখন ঘুমিয়ে; তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোমান্স, ড্রামা, সাসপেন্স, অ্যাকশনে ভরা মিষ্টি মধুর কণ্ঠে ঘোষণা করেন ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন নুরুল হক নূর। নির্বাচনের এই ফলাফল ঘোষণার পর পাল্টে যায় দৃশ্যপট। বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, ছাত্রদল, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, ছাত্র ফেডারেশন ও স্বতন্ত্র জোটের আন্দোলনের মধ্যেই ছাত্রলীগও উল্টো আন্দোলনে নামে। ভিসির বাসা ঘেড়াও করে ডাকসুর ভিপি পদে নির্বাচিত নুরুল হক নুরকে মেনে না নেয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে নবনির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুর ও প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দীসহ ৪০ জনের বিরুদ্ধে ভাঙচুর ও প্রভোস্টকে লাঞ্ছনার অভিযোগে থানায় মামলা করে। এছাড়া নতুন ভিপি নূরুল হক নূরকে বহিষ্কারের ...

Basic painting fabric design. Simple and easy design.

তুমুল প্রতিবাদ ছাত্রলীগের !! ডাকসুতে ছাত্রলীগের শোভন পরাজিত: নুরুল ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি ) পদে নির্বাচিত হয়েছেন কোটা আন্দোলনের নেতা হিসেবে পরিচিত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক নুরু। ভিপি পদে পরাজিত হয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। প্রায় দু হাজার ভোটের ব্যবধানে তাকে হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুরু। রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড: মো: আখতারুজ্জামান যখন ভিপি পদে ফল ঘোষণা করে তখন বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা 'মানিনা..মানিনা..ভুয়া..ভুয়া' শ্লোগানে সিনেট ভবন প্রকম্পিত করে তোলে। ফল ঘোষণাস্থলে ভিসিকে ঘিরে দীর্ঘক্ষন ধরে ছাত্রলীগ কর্মীদের প্রতিবাদের সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ঘোষিত ফল অনুযায়ী নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়েছেন আর শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। ওদিকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন সংগঠনট...